মো. জিল্লুর রহমান জিলু, বালাগঞ্জ (সিলেট) থেকে ॥ বালাগঞ্জ উপজেলার ছমিরুন্নেছা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক মিলাদ ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুপুরে বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত এ মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন ঢাকা দক্ষিণ ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি অধ্যাপক সফিক উদ্দিন। সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক জামাল উদ্দিন।
সহকারী প্রধান শিক্ষক আতাউর রহমান মুজিবের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের দাতা সদস্য খালেদ আহমদ, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য হাজী এমএ মালেক, মাওলানা আজমান আলী, মোহাম্মদ আলী গুলশের, আনোয়ার আলী, তজমুল আলী, সমাজকর্মী আছলম খান, নেছাওর আলী, ফখরুল ইসলাম, সাহেদ আলী গেদা, আজিজপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ইব্রাহিম খলিল, ছমিরুন্নেছা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মিজানুর রহমান পংকি, মাহমুদুন নেছা, সুমন রায়, মো. আব্দুল খালিক, আল আমিন, শহিদুল ইসলাম, শুভ লস্কর, সুজন চন্দ্র বণিক, আব্দুল্লাহ আল মুঈন, সালেহ আহমদ প্রমুখ। দোয়া পরিচালনা করেন জামিয়া ইসলামিয়া হোসাইনিয়া গহরপুর মাদরাসার মুহাদ্দিস মাওলানা আব্দুল কাইয়ুম।