চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করোনা উপসর্গ নিয়ে সোলাইমান ৫৯ নামের একজনের মৃত্যু হয়েছে। গতকাল ১৭ই জুন দুপুরে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ তথ্য নিশ্চিত করেছেন সদর হাসপাতাল সূত্র। করোনা উপসর্গ নিয়ে মৃত সোলাইমান চুয়াডাঙ্গা জেলার দর্শনা বাসষ্ট্যান্ড পাড়ার বাসিন্দা। হাসপাতাল সূত্রে জানা গেছে, করোনা উপসর্গ নিয়ে সোলইমানকে হাসপাতালে ভর্তি করেন তার পরিবার। তার শারীরিক পরীক্ষা-নিরিক্ষা করে জানা যায় সে ক্যান্সারেও আক্রান্ত ছিলেন। এছাড়াও তিনি সর্দি-কাশি ও জ্বরে ভুগছিলেন। এমতাবস্থায় তাকে সদর হাসপাতালের আইসোলেশনে রাখা হয়। গতকাল বুধবার বেলা ১২ টায় আইসোলেশনে থাকা অবস্থায় তার মৃত্যু হয়।