চুয়াডাঙ্গা সদর হাসপাতাল কে ২৫০ বেডে চালু ও মেডিকেল কলেজ চালুর দাবিতে চুয়াডাঙ্গার শহীদ হাসান চত্তরের চৌরাস্তা মোড়ে মানব বন্ধন।

বাংলাদেশ
চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গায় মেডিকেল কলেজ স্হাপন ও আড়াইশ বেড হাসপাতাল চালুর দাবিতে মানববন্ধন করা হয়েছে। আজ শনিবার সকাল ১০টায় চুয়াডাঙ্গা শহীদ হাসান চত্বরে এ মানববন্ধন গড়ে তোলা হয়। চুয়াডাঙ্গা মেডিকেল স্টুডেন্ট এসোসিয়েশনের আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক ইবরুল হাসান জোয়ার্দার ইবু, ডা. মুস্তাকুর রহমান, বিএমএ সভাপতি ডা. মাটিন হীরক চৌধুরী, সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক বিপুল আশরাফ, হাসপাতাল ব্যবস্হাপনা কমিটির সাধারণ সম্পাদক দোলায়ার উদ্দিন জোয়ার্দার দুলু প্রমুখ।
বক্তারা বলেন, স্বাস্থ্য সেবায় বেহাল অবস্থা বিরাজ করছে চুয়াডাঙ্গায়। জেলার ১৩ লাখ মানুষ স্বাস্হ্য সেবা থেকে বঞ্চিত হচ্ছে। দেড় বছর আগে আড়াইশ বেড হাসপাতালের নতুন ভবন উদ্বোধন করা হয়েছে। তবে জনবল সংকটের কারনে আজ তা চালু করা হয়নি। বেশির ভাগ জেলাতে মেডিকেল কলেজ হাসপাতাল স্হাপন করা হলেও চুয়াডাঙ্গাতে হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.