চুয়াডাঙ্গার জীবননগর-দর্শনা মহাসড়কের সন্তোষপুর মোড়ে স্বামীর মটরসাইকেলের পিছনে বসে থাকা স্ত্রী ছিঁটকে পড়ে করুণ মৃত্যু হয়েছে। ঘটনাটি বৃহস্পতিবার দুপুরে সংগঠিত হয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, জীবননগর উপজেলার আন্দলবাড়িয়া ইউনিয়নের অনন্তপুর মাঝের পাড়ার রোকন (৩০) বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে তার স্ত্রী রত্না বেগমকে (২৫) নিয়ে মটরসাইকেল যোগে উপজেলার হাসাদহ যাওয়ার পথে সন্তোষপুর মোড়ে পৌঁছালে হঠাৎ মটরসাইকেলের পিছন থেকে ছিঁটকে রাস্তায় পড়ে মারাত্মক আহত হন।
এসময় পথচারীরা আহত রত্না বেগমকে উদ্ধার করে জীবননগর হাসপাতালে ভর্তি করেন। কিন্তু সেখানে তার অবস্থার অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়ার সময় দুপুর আড়াইটার দিকে পথিমধ্যে মারাযান।