প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৩, ২০২৪, ৯:৪৪ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ২০, ২০২০, ১০:২৬ পি.এম
চুয়াডাঙ্গায় করোনা জয়ী পুলিশ সদস্যদের ফুলের শুভেচ্ছা জানালেন পুলিশ সুপার জাহিদুল ইসলাম
চুয়াডাঙ্গায় করোনা জয়ী পুলিশ সদস্যদের ফুলের শুভেচ্ছা জানালেন পুলিশ সুপার জাহিদুল ইসলাম।বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসে সারা বিশ্ব যখন নিরব,ঠিক তখন প্রথম সারির যোদ্ধা চিকিৎসক এবং আইন শৃঙ্খলাবাহিনীর সদস্য গুলো। চুয়াডাঙ্গায় এ পর্যন্ত ২৭ পুলিশ সদস্য করোনা আক্রান্ত হয়েছে। করোনা জয়ী হয়ে পুনরায় কর্মে যোগ দান করেছে ৮ পুলিশ সদস্য।
বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের (কোভিড-১৯) বিরুদ্ধে সম্মুখ সারির যোদ্ধা বাংলাদেশ পুলিশ। এ পর্যন্ত চুয়াডাঙ্গা জেলা পুলিশে কর্মরত ২৭জন পুলিশ সদস্য বিভিন্ন সময়ে সরকারী দায়িত্ব পালনকালে করোনা ভাইরাস আক্রান্ত হয়েছে। আক্রান্ত পুলিশ সদস্য গুলো চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি হয়। হাসপাতালে ভর্তি হওয়ার সাথে সাথে চুয়াডাঙ্গা জেলার মানবিক পুলিশ সুপার মোঃ জাহিদুল ইসলাম তাদেরকে ইমিউনিটি বৃদ্ধিকারক পুষ্টিকর খাদ্য ও ঔষধ সামগ্রী সরবরাহ, প্রতিনিয়ত মোবাইলে সার্বক্ষনিক খোঁজ-খবর নেন।
শনিবার (২১ জুন) দুপুরে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের কর্তৃপক্ষ ছয় পুলিশ সদস্যকে ছাড়পত্র দেয়। এসময় করোনা জয়ী ছয় পুলিশ সদস্যদের সাথে পুলিশ সুপার জাহিদুল ইসলাম সৌজন্য সাক্ষাৎ ও ফুলের শুভেচ্ছা জানান।এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর হাসপাতালের সিভিল সার্জন।
উল্লেখ যোগ্য যে, এ পর্যন্ত আট জন করোনা জয়ী পুলিশ সদস্যর ভিতরে এক জন ইন্সপেক্টর,চার জন এসআই,এক জন পিএস আই এবং দুই জন কনস্টেবল।
dainikajkermeghna.com