প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৩, ২০২৪, ৬:৩১ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ৪, ২০২০, ৮:৫৬ পি.এম
চুয়াডাঙ্গার লোখনাথপুরে ঝিনাইদহ র্যাবের মাদক বিরোধী অভিযান: ১৫০ পিচ ইয়াবা সহ হিজলগাড়ির মাদক ব্যাবসায়ী তরিকুল আটক।
চুয়াডাঙ্গা প্রতিনিধি :চুয়াডাঙ্গার দামুড়হুদা থানাধীন লোকনাথপুরে ঝিনাইদহ র্যাব-৬ মাদক বিরোধী অভিযান চালিয়ে ১৫০ পিচ ইয়াবা সহ হিজলগাড়ির তরিকুল(৩২) নামের এক মাদক ব্যাবসায়ীকে আটক করেছে। ০৪ ফেব্রুয়ারি দুপুর ১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-২, র্যাব-৬ এর একটি চৌকস আভিযানিক দল কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মাসুদ আলম এর নেতৃত্বে চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা থানাধীন লোকনাথপুর এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনার করেন।
এসময় চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা থানাধীন লোকনাথপুর সাকিনস্থ মেইন রোড সংলগ্ন লোকনাথপুর বল ফিল্ডে অভিযান পরিচালনা করে ০১ জন মাদক ব্যবসায়ী মোঃ তারিকুল ইসলাম (৩২), পিতা- আবুল কাশেম, সাং-হিজলগাড়ী (মাঝের পাড়া), থানা ও জেলা- চুয়াডাঙ্গাকে গ্রেফতার করতে সক্ষম হয়। উক্ত গ্রেফতারকৃত আসামীর দখল হতে ১৫০ পিচ ইয়াবা, ০২ টি মোবাইল সেট এবং ০২ টি সীম কার্ড উদ্ধার করা হয়। পরবর্তীতে উক্ত উদ্ধারকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীকে দামুড়হুদা মডেল থানায় হস্তান্তর করে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক) ধারার মামলা করা হয়েছে।
dainikajkermeghna.com