চুয়াডাঙ্গা দামুড়হুদা উপজেলার হাউলি ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে স্বামী-স্ত্রীকে ধারালো অস্ত্রাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা।
রোববার সন্ধ্যার পর কোনো এক সময় এ হত্যার ঘটনাটি ঘটে। তবে কখন কিভাবে কী কারণে এ হত্যাকাণ্ডটি ঘটেছে তা নিশ্চিত করে কেউ বলতে পারেনি। পুলিশ রাত সাড়ে ৯টার দিকে লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।
নিহতরা হলেন, একই গ্রামের মরহুম বিবাদ আলীর ছেলে পিয়ার আলী মোল্লা (৫৫) ও তার স্ত্রী রোজিনা খাতুন (৪৫)।
জানা গেছে, রোববার পিয়ার আলী তার মেয়েকে শশুরবাড়ি থেকে আনতে যাওয়ার কথা ছিল। দুপুর গড়িয়ে গেলেও কেউ মেয়েকে আনতে না গেলে সে বাড়িতে একাধিকবার মোবাইলে ফোন দিলে তা রিসিভ হয়নি। বার বার ফোন দিয়ে রিসিভ না হওয়ায় সন্ধ্যায় মেয়ে নিজেই তার শশুরবাড়ি থেকে এসে ঘরের বন্ধ দরজা খুলে ঘরে ঢুকে দেখতে পান ধারালো অস্ত্র দিয়ে কোপানো তার মা ও বাবার মরদেহ ঘরের মেঝেতে পড়ে আছে। তখন তার চিৎকারে এলাকাবাসী ছুটে এসে পুলিশে খবর দেয়।
চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার আবু তারেক জানান,তদন্ত শেষে জানা যাবে কেন হত্যাকাণ্ডটি ঘটেছে। মোটিভ উদ্ধারে কাজ করছে সিআইডি। খুনিদের ধরতে দ্রুত ব্যবস্থা নিচ্ছে পুলিশ।