চুয়াডাঙ্গা জেলার দর্শনা কে পূর্ণাঙ্গভাবে লকডাউন এর ঘোষণা দেওয়া হয়েছে। গতকাল সকাল থেকে এই লকডাউনের কার্যক্রম শুরু করেন পৌর মেয়র মতিয়ার রহমান। শুরুতেই দর্শনা জীবননগরের প্রধান সড়কে বাঁশ দিয়ে ব্যারিকেট দিয়ে কার্যক্রম শুরু করেন এবং দর্শনার আশপাশের সকল গ্রামে মাইকিং করে লকডাউন এর কথা জানিয়ে দেওয়া হয় এবং সকলকে জানিয়ে দেওয়া হয় বর্তমান বিশ্বে মহামারী আকারে রূপ ধারণ করেছে করোনা ভাইরাস। এই করোনা ভাইরাসের কারণে এক লক্ষেরও বেশি মানুষ মারা গেছে সারাবিশ্বে, বাংলাদেশেও এই করোনা ভাইরাস সংক্রমণ করেছে যার কারণে এই করোনাভাইরাস দর্শনার কোন মানুষকে সংক্রমণ না করতে পারে এজন্য দর্শনা কে পুরোপুরি লক ডাউন করার ঘোষণা এবং কার্যক্রম শুরু করেন দর্শনা পৌর মেয়র মতিয়ার রহমান।
জানা গেছে, এই করোনাভাইরাস মানুষের সংস্পর্শে এসে মানুষকে সংক্রমণ করে আর এই ভাইরাসের কোন টিকা বা ঔষধ এখনও পর্যন্ত পাওয়া সম্ভব হয়নি। ফলে এমন অবস্থায় শুধুমাত্র নিরাপদ দুরত্ব বজায় রাখা, ঘরে অবস্থান করায় এই কোরোনা সংক্রমণ রোধ করা সম্ভব। তাই সকলকে ঘরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে এবং এটাও বলা হয়েছে বিনা কারণে কেউ যেন ঘর থেকে বের না হয়, সকল প্রকার যানবাহন বিশেষ কোন কারণ ছাড়া কোন গ্রাম বা এলাকায় প্রবেশ করতে পারবে না। এক এলাকার মানুষ অন্য এলাকায় বিশেষ কারণ ছাড়া প্রবেশ করতে পারবে না এবং প্রবেশ করার আগেও তাকে সাবান দিয়ে হাত ধুয়ে, স্প্রে করে তারপর প্রবেশ করতে হবে, এই নির্দেশ দেওয়া হয়। সকলকে সচেতন হয়ে চলা এবং অন্যকে সচেতন করে এই সংক্রমণ রোধে সরকারকে সহযোগিতা করার জন্য সকলকে অনুরোধ করা হয়।