"একটি বল একটি গ্রাম" ফুটবলের নগরী কুড়িগ্রাম। কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলার রমনা ইউনিয়নের রমনা খামার ঈদগা মাঠে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্টিত হয়। এসময় আমন্ত্রিত অথিতি হিসাবে উপস্থিত থেকে ফাইনাল ম্যাচের শুভ সুচনা করেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের, সদস্য রমনা ইউপি। মোঃ ছাবেদ আলী (মন্ডল) প্রতিষ্টাতা সারা ডায়াগনস্টিক সেন্টার চিলমারী, মোঃ জাহিদ হাসান (পলাশ) শাহিন আজাদ সাইক্লোন সভাপতি ফুটবল উন্নয়ন সমিতি চিলমারী,মোঃ নুরুল আলম প্রতিষ্টাতা মেধাবী কল্যাণ সংস্থা চিলমারী। ফাইনাল ম্যাচে অংশগ্রহণ করেন মেধাবী কল্যাণ সংস্থা বনাম সাইক্লোন ফুটবল একাডেমি চিলমারী।দুই দলের মধ্যকার খেলার নির্ধারিত সময়ে সাইক্লোন ফুটবল একাডেমি ৩ গোল করে মেধাবী কল্যাণ সংস্থাককে পরাজিত করেন। সাইক্লোন ফুটবল একাডেমি ৩--০ মেধাবী কল্যাণ সংস্থা।