স্টাফ রিপোর্টার শহীদুজ্জামান রনিঃ
কুমিল্লা,মেঘনা উপজেলা চন্দন পুর ইউনিয়নের,তুলাতলি কাচারি কান্দি গ্রামের, মোঃ ধলাই খাঁ গতকাল সন্ধ্যা ৬ ঘটিকার সময় তাহার নিজ বাড়িতে ইন্তেকাল করেন,মৃত্যুকালে উনার বয়স ছিল ৯২ বছর।
মরহুম মোঃ ধলাই খাঁর ৭ ছেলে ও চার মেয়ের পিতা,ছেলেরা হলেন,ইসাখ খাঁন,গিয়াসউদ্দিন খাঁন,মিজান খাঁন,হালিম খাঁন,প্রফেসর সেলিম খাঁন, মুক্তার ডালিম খাঁন,মাজহারুল খাঁন।
খুবই পরিবেশবান্ধব চলাফেরা করতেন মরহুম ধলাই খাঁ উনার মৃত্যুতে কাচারিকান্দি গ্রামবাসী শোকাহত।
আজ সকাল ০৯ঃ০০ ঘটি কার সময় ওনার জানাজার নামাজ সম্পূর্ণ হয়।
পরিশেষে কাচারিকান্দি কবরস্থানে দাফন করা হয়।
উনার ছেলে মেয়েরা সবার কাছে আমার উনার জন্য দোয়া প্রার্থনা করেন।