মোঃ শহিদুজ্জামান রনি: কুমিল্লা মেঘনায় চন্দনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহসান উল্লাহ মাস্টারের দাফন সম্পন্ন। আহসান উল্লাহ মাস্টার চন্দনপুর ইউনিয়নের তিনবার প্রতিদ্বন্দিতা সহ শেষবার বিনা প্রতিদ্বন্দিতায় বিজয়ী হয়ে চারবারের চেয়ারম্যান ও চন্দনপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি, বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা। দীর্ঘদিন ক্যান্সারের সাথে পাঞ্জা লড়ে গত ১৪/০৩/২৩ইং তারিখে রাজধানীর ইবনে সিনা হসপিটালে বিকাল সাড়েচার ঘটিকায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়ে ছিল ৮৫ বছর। তিনি পাঁচ ছেলে ও সহধর্মিনীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান। বর্ষীয়ান এ রাজনীতিবিদের মৃত্যুতে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন কুমিল্লা ০১ (দাউদকান্দি—মেঘনা) আসনের সংসদ সদস্য মেজর জেনারেল (অবঃ) সুবিদ আলী ভুঁইয়া এমপি, বাংলাদেশ আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সবুর, কুমিল্লা জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন শিশির, মেঘনা উপজেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুল আলম, সাধারণ সম্পাদক সাইফুল্লাহ মিয়া রতন সিকদার, মেঘনা উপজেলার সাবেক চেয়ারম্যান আব্দুস সালাম, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক তাজুল ইসলাম তাজ, উপজেলা ভাইস চেয়ারম্যান মিলন সরকার, জেলা পরিষদ সদস্য কাইয়ুম হোসাইন, রাধানগর ইউনিয়ন চেয়ারম্যান মজিবুর রহমান (মুজিব)সহ বিভিন্ন রাজনৈতিক—সামাজিক ব্যক্তিবর্গ। উপজেলা প্রশাসন এবং মেঘনা থানা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী (পুলিশ)। রাষ্ট্রীয় মর্যাদায় শ্রদ্ধা জ্ঞাপন করেন, মেঘনা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল্লাহ মিয়া রতন শিকদার বলেন এই মহান ব্যক্তির প্রস্তানে মেঘনা উপজেলা আওয়ামী লীগ হারালো একজন দক্ষ রাজনৈক অভিভাবকে তার এই চলে যাওয়া কোন দিন পূরন হবার নয়। গতকাল সকাল ১১ ঘটিকায় শিবনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে দ্বিতীয় দফায় জানাজা শেষে তুলাতুলী শিবনগর কবরস্থানে চিরনিদ্রায় সমাহিত করা হয়।