নারায়ণগঞ্জের রাজনীতি নিয়ে নতুন খেলা শুরু হয়েছে জানিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান।
শনিবার (১ সেপ্টেম্বর) বিকেলে শহরের ৩শ' শয্যা বিশিষ্ট হাসপাতালে জাতির জনক শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
এ সময় তিনি বলেন, চিকিৎসক ও প্রশাসন সবাই এখন আওয়ামী লীগ করে। এতে আওয়ামী লীগ ও বঙ্গবন্ধুর আসল সৈনিকরা পেছনে পড়ে যাচ্ছে যা রাজনীতিতে কাম্য নয়।
অনুষ্ঠানে স্বাচিপ সভাপতি ডাক্তার এম ইকবাল আর্সোনাল ও মহাসচিব ডাক্তার এম এ আজিজসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
শামীম ওসমান বলেন, যে নেতাকর্মীরা শেখ হাসিনার নামের উপর জীবন দেয়ার জন্য প্রস্তুত হয়ে থাকেন, তাদের গায়ে কেউ আঁচর দেবে, কিংবা প্ল্যান করে আওয়ামী লীগকে এখানে ধ্বংস করবে কারো টাকায়, তাহলে এই কর্মীদের একজন কর্মী হিসেবে সেটার জবাব দেয়াটা আমার দায়িত্ব।