বরগুনায় ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগে বেসরকারি ক্লিনিকে ভাঙচুর করেছেন রোগীর স্বজনরা। ঘটনার পর থেকেই পলাতক রয়েছে ক্লিনিক কর্তৃপক্ষ।
এদিকে, ঝালকাঠির রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভুল চিকিৎসা ও কর্তব্যে অবহেলায় এক নারীর মৃত্যুর অভিযোগ করেছেন স্বজনরা।
বরগুনা:
ভুল চিকিৎসার বলি হয়ে মৃত্যু হয়েছে বরগুনার এক প্রসূতির। প্রতিবাদে হাসপাতাল ভাঙচুর করেছে স্বজনরা।
স্বজনদের অভিযোগ, মঙ্গলবার সকালে প্রসূতি মায়া বেগমকে শহরের বাজার রোডের লাইফ কেয়ার ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে ভর্তি করা হয়।
এসময় স্বজনদের অনুমতি ছাড়াই তাকে অস্ত্রোপচার করেন চিকিৎসক। রোগীর অবস্থার অবনতি হওয়ায় মায়াকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেলে নিয়ে যায় ক্লিনিক কর্তৃপক্ষ। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনা ধামাচাপা দিতে অর্থের বিনিময়ে ক্লিনিক কর্তৃপক্ষ বিষয়টি মীমাংসার চেষ্টা করে বলে অভিযোগ স্বজনদের।
ঘটনার পর থেকেই পলাতক রয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। তবে তদন্ত করে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন জেলার সিভিল সার্জন।
ঝালকাঠি:
অন্যদিকে ঝালকাঠির রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভুল চিকিৎসার পাশপাশি কর্তব্য অবহেলার কারণে এক নারীর মৃত্যুর অভিযোগ করেছেন স্বজনরা।
তাদের অভিযোগ, মঙ্গলবার রাতে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ওই হাসপাতালে ভর্তি হন জেসমিন বেগম। সকালে তাকে দেখতে গিয়ে একটি ইনজেকসন ও স্যালাইন পুশ করে চলে আসে আবাসিক মেডিকেল অফিসার আবুল খায়ের রাসেল। এরপরই অসুস্থ হয়ে পড়েন জেসমিন। এসময় কোন ডাক্তার বা নার্স তাকে পরীক্ষা করতে আসেনি।
তবে ভুল চিকিৎসার বিষয়টি অস্বীকার করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।
ঘটনার পর থেকেই হাসপাতালে পাওয়া যায়নি অভিযুক্ত চিকিৎসক আবুল খায়ের রাসেলকে।সূত্র:- সময় টিভি