প্রতিদিনের মতোই জমি চাষ করতে বেরিয়েছিলেন কৃষক। শুরু করেন হাল চাষ। কিন্তু হঠাৎই তার চোখ আটকে যায় একটি চকচকে বস্তুর দিকে। সেটি তুলে নিয়ে ভাগ্য খুলে যায় ওই কৃষকের।
ভারতের অন্ধ্রপ্রদেশের কুরনুল জেলার গোলাভানেপল্লী গ্রামে সম্প্রতি এমন ঘটনা ঘটেছে। কৃষকের পাওয়া ওই বস্তুটি একটি খাঁটি হিরে। কৃষক সেটি বিক্রি করেছেন ১৩ লাখ টাকায়। তবে এর প্রকৃত মূল্য প্রায় ৬০ লাখ টাকা বলে জানিয়েছেন ক্রেতা ব্যবসায়ী।
আল্লাহ বক্স নামের ওই ব্যবসায়ী গণমাধ্যমকে বলেন, হীরাটি পলিশ করার পর ৬০ লাখ টাকা পর্যন্ত দাম উঠতে পারে। তবে এর আকার, রঙ বা অন্যান্য তথ্য প্রকাশ করেননি ওই ব্যবসায়ী।
ভারতের অন্ধ্রপ্রদেশের হীরা খুঁজে পাওয়ার ঘটনা অবশ্য নতুন নয়। এর আগে কুরনুল জেলা ও তার আশপাশের চাষের ক্ষেত, নদীর পার থেকে হীরা খুঁজে পেয়েছিলেন অনেকে।
সূত্র: জিনিউজ।