ইসারুল হক,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির ২২তম বার্ষিক সাধারণ সভা ২০২০ অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে নয়াগোলা সমিতির চত্বরে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের সংসদ সদস্য হারুনুর রশিদ। সমিতি বোর্ডের সভাপতি মোঃ তোহরুল ইসলামের সভাপতিত্বে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যানের বাণী পাঠ করে শোনান, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সহকারি পরিচালক মোঃ হাফিজুর রহমান।
সভায় বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার প্রকৌশলী মোঃ রফিকুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি বোর্ডের সহ-সভাপতি মোঃ কামরুল হাসান, সচিব ও ২ নং এলাকার পরিচালক মোঃ রাজু আহমেদ প্রমুখ।
এসময় বার্ষিক আয় ব্যয়ের হিসাব উপস্থাপন করেন, কোষাধ্যক্ষ মোসাঃ শামসুন নাহার। এসময় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. তসিকুল ইসলাম তোসি, ভাইস চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান মোসা. নাসরিন বেগম, শিবগঞ্জ জোনাল অফিসের ডিজিএম গোলাম মর্তুজা, ভোলাহাট জোনাল অফিসের ডিজিএম মো. রহুল আমিনসহ প্রমূখ। পরে, সদস্যদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সভাপতি মোঃ তোহরুল ইসলাম। শেষে, শ্রেষ্ঠ গ্রাহকদের মাঝে পুরস্কার তুলে দেয়া হয়।