প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৩, ২০২৪, ১০:০২ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ২২, ২০২০, ১০:০১ এ.এম
চাঁপাইনবাবগঞ্জে শিশু সুরক্ষার লক্ষ্যে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
ইসারুল হক,চাঁপাইনবাবগঞ্জঃ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা প্রশাসনের আয়োজনে চাইল্ড হেল্পলাইন "১০৯৮" শীর্ষক সচেতনতা মূলক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। আজ ২০ ফেব্রুয়ারি ২০২০ সকাল ১১:০০ টার সময় চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদ হলরুমে চাইল্ড হেল্পলাইন "১০৯৮" শীর্ষক সচেতনতা মূলক ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়।
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাহি অফিসার আলমগীর হোসেন এর সভাপতিত্বে, অনুষ্ঠিত ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান তসিকুল ইসলাম তসি। বিশেষ অতিথি হিসেবে ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা সমাজসেবা কার্য্যালয় উপ-পরিচালক উম্মে কুলসুম ; চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান,নাসরিন আক্তার। উপজেলা প্রশাসন ও জেলা সমাজ সেবা কার্য্যালয় আয়োজিত অনুষ্ঠানে সহোযোগিতায় ছিলো সেনসেটিভ সোস্যাল প্রটেকশন বাংলাদেশ। যে কোন রকমের শিশু নির্যাতনের শিকার হলে বিনামূল্যে ১০৯৮ নং কল করে প্রতিকার পাওয়া যাবে।উল্লেখ্য যে, অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, ইমাম, সাংবাদিক শিক্ষক সহ বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি গণ উপস্থিত ছিলেন।
dainikajkermeghna.com