প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৪, ২০২৪, ১২:১৩ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২, ২০২০, ১২:২৮ পি.এম
চাঁপাইনবাবগঞ্জে জাতীয় ভোটার দিবস পালিত
ইসারুল হক, চাঁপাইনবাবগঞ্জঃ সারাদেশের ন্যায় চাঁপাইনবাবগঞ্জে জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ২ মার্চ সোমবার সকাল সাড়ে ৯ টায় র্যালি ও আলোচনা অনুষ্ঠিত হয়।
"ভোটার হয়ে ভোট দেব-দেশ গড়ায় অংশ নেব" স্লোগানে ও জেলা নির্বাচন অফিস আয়োজিত র্যালিটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে হতে শুরু হয়ে শহরের গুরুত্বপুর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।
র্যালি ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন, জেলা নির্বাচন অফিসার মোঃ মোতাওয়াক্কিল রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক এজেডএম নুরুল হক।
র্যালি ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) একেএম তাজকির-উজ-জামান, নবাবগঞ্জ পৌরসভার মেয়র মোহম্মদ নজরুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আলমগীর হোসেন, সদর উপজেলা নির্বাচন অফিসার কাইসার মোহম্মদ, শিক্ষিকা মোসলেমা রহমান, শেফালি খাতুন প্রমুখ।
আলোচনা সভায় ভোটারের ভোটের গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন বক্তারা।
dainikajkermeghna.com