প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৩, ২০২৪, ১১:০৯ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১৩, ২০১৯, ১১:০৯ পি.এম
চাঁপাইনবাবগঞ্জে ইউনাইটেড স্ট্যান্ডার্ড স্কুলে প্যারেন্টিং কনফারেন্স অনুষ্ঠিত ।
ইসারুল ইমরোজ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
মানসম্মত শিক্ষা প্রদানের অঙ্গীকার নিয়ে আধুনিক মানের শিক্ষা প্রতিষ্ঠান ইউনাইটেড স্টান্ডার্ড স্কুলের প্যারেন্টিং কনফারেন্স অনুষ্ঠিত হয়োছে।
আজ (১৩ ই ডিসেম্বর) শুক্রবার বিকেলে স্কুল প্রাংঙ্গনে এ কনফারেন্স অনুষ্ঠিত হয়।উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি ও বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সহকারী আঞ্চলিক পরিচালক শামসুজ্জামান বাবু।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী টিচার্স ট্রেনিং কলেজের সাবেক অধ্যাপক এবং রাজশাহী এল পি সি ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ প্রফেসর শিরিন আক্তার।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের রক্তরোগ বিভাগের বিভাগীয় প্রধান ডা. এম মুর্শেদ জামান মিঞা, শিশু ও কিশোর রোগ বিশেষজ্ঞ ডা. ফিরোজা পারভিন,চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন খাতুন।
অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, ইউনাইটেড স্ট্যান্ডার্ড স্কুলের পরিচালক ড. আফিফ উল মিনহাজ, প্রশাসনিক কর্মকর্তা ড. সাদিকুল ইসলাম স্বপন।
dainikajkermeghna.com