চাঁদপুরের হাজীগঞ্জের বাকিলার স্বর্ণা গ্রামে শুক্রবার রাতের আগুনে আটটি ঘর পুড়ে গেছে। স্বর্ণা গ্রামের হাওলাদার বাড়িতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ড ঘটে।
পরে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনার পূর্বেই হাওলাদার বাড়ির ফারুকের দুটি ঘর, খোরশেদ আলমের দুটি ঘর ও সাখাওয়াত হোসেনের দুটি ঘর, এবং হারেছ ও নুরুল আলমের একটি ঘর পুড়ে যায়।
হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মকর্তা মঞ্জুরুল ইসলাম বলেন, সাখাওয়াতের ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। আমরা ও এলাকাবাসীর প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ক্ষতিগ্রস্তরা সবাই দরিদ্র। তাদের তথ্যমতে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১০ লাখ টাকা। সূত্রে: কুমিল্লা টিভি