৯ এপ্রিল বৃহস্পতিবার রাত সাড়ে ১০ টার সময় এ তথ্য জানান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা.মেহেদি হাসান।
চাঁদপুরের সিভিল সার্জন ডা. মোঃ সাখাওয়াত উল্লাহ বৃহস্পতিবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন।
করোনায় আক্রান্ত ব্যক্তির নাম সুজন (৩২) নারায়ণগঞ্জ হতে গত ৫ এপ্রিল মতলব উত্তর উপজেলার কলাকান্দা ইউনিয়নের হানিরপাড় গ্রামের তার শ্বশুর বাড়িতে জ্বর, সর্দি, কাশি নিয়ে বেড়াতে আসেন। স্থানীয় লোকজন সুজনের মাঝে করোনার উপসর্গ দেখে সন্দেহ হওয়ায় তাকে গত ৬ এপ্রিল মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
তার নমুনা সংগ্রহ করে ঢাকায় হলে তার ফলাফল পজিটিভ আসে। সুজন নারায়ণগঞ্জের বন্দর একটি বেসরকারি কারখানায় চাকুরি করত ।