নিজস্ব প্রতিবেদক,৯ অক্টোবর ১৯ ইং,
দাউদকান্দি উপজেলার চন্দ্রশেখরদী গ্রামে সনাতন ধর্মাবলম্বী শিশুদের জন্য পরিচালিত বৈদিক গীতা নিকেতন বিদ্যা সংঘের বর্ষ ফুর্তি ও বিজয় দশমীর উপলক্ষ্যে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
অত্র মণ্ডপে সভাপতি ডা নকুল চন্দ্র নন্দীর সভাপতিত্বে,
উক্ত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সাংবাদিক লিটন সরকার বাদল,
উপদেষ্টা, জাগো হিন্দু পরিষদ দাউদকান্দি শাখা,
আলোকিত অতিথি ছিলেন, উৎপলেন্দু দাস,উপদেষ্টা জাগো হিন্দু পরিষদ দাউদকান্দি শাখা।
প্রধান আলোচক হিসাবে আসন গ্রহন করেন,সৃজন পোদ্দার, সভাপতি জাগো হিন্দু পরিষদ দাউদকান্দি শাখা
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রদীপ দাস, সহকারী সাব ইন্সপেক্টর দাউদকান্দি মডেল থানা।
প্রদীপ কুমার সাহা, সাবেক অধ্যাপক বাউসীয়া ডিগ্রি কলেজ।
রিপন দেবনাথ, উপদেষ্টা জাগো হিন্দু পরিষদ দাউদকান্দি শাখা।
নারায়ণ বনিক, সাধারণ সম্পাদক জাগো হিন্দু পরিষদ দাউদকান্দি শাখা।
শায়ন দাস, সিনিয়র সহ-সভাপতি জাগো হিন্দু পরিষদ দাউদকান্দি শাখা।
তুষার ঘোষ সাংগঠনিক সম্পাদক জাগো হিন্দু পরিষদ দাউদকান্দি শাখা।
রবি সাহা, দপ্তর সম্পাদক, জাগো হিন্দু পরিষদ দাউদকান্দি শাখা।
আশিক দাস, ধর্ম বিষয়ক সম্পাদক ও গীতাস্কুল পরিচালনা প্রধান, জাগো হিন্দু পরিষদ দাউদকান্দি শাখা।
শুভেচ্ছা বক্ত রাখেন বিদ্যা সংঘের সদস্য পবিত্র দাস।
অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়