তামান্না আফরিন কক্সবাজার প্রতিনিধি ঃ
চন্দনাইশ গাছবাড়িয়া বনপুকুর এলাকায় এ-ই সাংর্ঘষিক দুর্ঘটনা ঘটে।
কক্সবাজার থেকে চট্টগ্রামগামী সৌদিয়া গাড়ীর সাথে
যাত্রীবাহী লেগুনা গাড়ীর সংঘর্ষে মহিলা সহ
কয়েক জন আহত হয়।
আহতদের বিজিসি ট্রাস্ট মেডিকেলে প্রেরণ করা হয়।
এই পর্যন্ত কেউ মারা যায়নি তবে আশংকাজনক অবস্তায় আছে।