Site icon দৈনিক আজকের মেঘনা

বিভিন্ন প্রকল্প উদ্বোধন করলেন জেলা প্রশাসক।

মোঃ শহিদুজ্জামান রনি: কুমিল্লা মেঘনায় বিভিন্ন প্রকল্প উদ্বোধন করেছেন কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান। গত ০৭ মার্চ রবিবার দিনব্যাপী প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক এ প্রকল্প গুলো উদ্বোধন করেছেন ।

প্রকল্প গুলো হলো উপজেলা প্রশাসনের আয়োজনে ও আমরা মেঘনা বাসী সামাজিক সংগঠনের কারিগরি সহযোগিতায় কর্মশালায় বিদ্যালয়ের শিক্ষার্থীদের ১০ দিন ব্যাপী কম্পিউটার প্রোগ্রামিং প্রশিক্ষণ কর্মশালা,জাইকার অর্থায়নে যুব উন্নয়ন অফিসের আয়োজনে ড্রাইভিং প্রশিক্ষন এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে পল্লি চিকিৎসকদের নিয়ে জাইকার অর্থায়নে এন্টিবায়োটিক ব্যবহারে সচেতনতা মুলক প্রশিক্ষণ, ভাওরখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ সহ চালিভাঙ্গা ইউনিয়নের চালিভাঙ্গা গ্রামে উপজেলা প্রশাসন মডেল একাডেমির ভিত্তি প্রস্থর উদ্বোধন করেছেন। উদ্বোধনী সভা গুলোতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রবীর কুমার রায়। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ সাইফুল্লাহ মিয়া রতন শিকদার, ভাইস চেয়ারম্যান মিলন সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান দিলারা শিরিন, সহকারী কমিশনার ভুমি লিটন চন্দ্র দে, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা.জালাল হোসেন, থানা পরিদর্শক (তদন্ত) মোঃ জহিরুল ইসলাম, চালিভাঙ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবির, শেখ রাসেল শিশু কিশোর পরিষদ মেঘনা উপজেলা শাখার সভাপতি কাইয়ুম হোসাইন মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম ফারুক,প্রমুখ।

FacebookTwitterEmailShare
Exit mobile version