মেঘনায় সুবিধা বঞ্চিত ও প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে প্রণোদনা অনুদান বিতরণ।

কুমিল্লা মেঘনা উপজেলা

মোঃ শহিদুজ্জামান রনি: কুমিল্লা মেঘনায় শিক্ষক, সুবিধাবঞ্চিত ও প্রতিবন্ধী/বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের মধ্যে পারফরম্যান্স বেজড গ্র‍্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশন (PBGSI) স্কিম এর আওতায় ২০২২-২৩ অর্থবছরের প্রণোদনার ৫ লক্ষ টাকা অনুদান বিতরণ করা হয়। গতকাল ১৪ই আগষ্ট সোমবার সকাল ১০ ঘটিকায় মানিকারচর সাহেরা লতিফ মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয় এর আয়োজনে, স্কুলের কনফারেন্স রুমে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। প্রণোদনার ৫ লক্ষ টাকার মধ্যে প্রতিবন্ধী শিক্ষার্থী পঞ্চাশ হাজার, শিক্ষক এক লক্ষ টাকা,, বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী পঁচাত্তর হাজার সহ কমনরুম, লাইব্রেরী, স্কুলের উন্নয়নসহ ৫ লক্ষ টাকা অনুদান বিতরণ করা হয়। মানিকারচর সাহেরা লতিফ মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক আবুল কালাম ভূঁইয়া’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্কুলে’র ম্যানেজিং কমিটির সভাপতি মেঘনা উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সাইফুল্লাহ মিয়া রতন শিকদার। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার রাবেয়া আক্তার, সহকারী কমিশনার (ভূমি) লিটন চন্দ্র দে, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ গোলাম ফারুক, ডাঃ নাসরিন আক্তার, সহকারী প্রধান শিক্ষক মোঃ মুজিবুর রহমান সহ স্কুলের শিক্ষক-শিক্ষার্থী অবিভাবক সদস্য বৃন্দ প্রমুখ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.