Site icon দৈনিক আজকের মেঘনা

মেঘনায় নদী থেকে যুবকের ভাসমান লাশ উদ্ধার।

মোঃ শহীদুজ্জামান রনি: কুমিল্লা মেঘনায় ১৭ই জুলাই মেঘনার শাখা নদীর শেখেরগাঁও এলাকা থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে মেঘনা থানা ও নৌ পুলিশ। জানা যায় সকাল ৯ ঘটিকার সময় এলাকার ট্রলার চালক ও জেলেদের চোখে পড়লে স্থানীয় মেম্বার রুবেল মিয়াকে জানানো হয়। তিনি থানা ও নৌ পুলিশকে অবহিত করেন। বেলা ১১ ঘটিকার দিকে নৌ পুলিশ, থানা পুলিশ ও সি আইডি ঘটনাস্থলে উপস্থিত হয় এবং লাশ উদ্ধার করে।

          

লাশ সনাক্ত করতে না পারায় কুমিল্লা মর্গে প্রেরণ করা হয়। লাশের ডি এন এ টেস্ট, জব্দকৃত আলামত ও সিডিআর এর মাধ্যমে জানা যায় যে ছেলেটার নাম আশিক। সে লুটেরচর ইউনিয়নের শেষেরগাঁও গ্রামের আয়না বাঘ এর ছেলে। আশিকের বাবা আয়না বাঘের সাথে কথা বললে জানান, আমার ছেলেকে তিনদিন থেকে খুজে পাইনা পরে গ্রামের পাশে থেকে লাশ উদ্ধারের ঘটনা শুনে কুমিল্লা যাই ও জব্দকৃত আলামত দেখে আমার ছেলেকে আমি নিশ্চিত করি এবং ছেলের লাশ নিয়ে এসে কবর দেই আমি এই এ ব্যাপারে আগামীকাল থানায় মামলা করব। আমি আমার ছেলের এই হত্যাকাণ্ডের বিচার চাই। নৌ পুলিশের কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, গতকাল আনুমানিক ১০ ঘটিকার সময় আমাকে লুটেরচর ইউনিয়নের রুবেল মেম্বার বিষয়টি জানালে, আমি, মেঘনা থানা পুলিশ ও সি আইডির একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হই। কিন্তু লাশের অবস্থা ভালো না থাকায় সনাক্ত করা সম্ভব হয়নি, তাই মেঘনা থানায় অজ্ঞাতনামা মামলা করে বেওয়ারিশ লাশ হিসাবে কুমিল্লা মর্গে পাঠাই। মেঘনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছমি উদ্দিন জানান, আশিক একজন মাদক ব্যবসায়ী তাহার নামে তিনটা মামলা আছে, হয়তোবা মাদক মারামারি বা নারী গঠিত কোনো বিষয় হবে। এটা নৌ পুলিশের বিষয় তারপরও যেহেতু আমার থানাধীন আমি বিষয়টি ভালোভাবে খতিয়ে দেখব এবং তদন্ত চলমান আছে।

FacebookTwitterEmailShare
Exit mobile version