Site icon দৈনিক আজকের মেঘনা

করোনা: প্রথম ধাপে বেঁচে গেল মুরাদনগর উপজেলা

 

করোনা ভাইরাসের লক্ষণ-উপসর্গ থাকায় গত বৃহস্পতিবারে কুমিল্লার মুরাদনগর
উপজেলা থেকে ২ জনের নমুনা সংগ্রহ করে ঢাকায় জনস্বাস্থ্য ইনস্টিটিউটে পাঠানো হয়েছিলো। এই সংবাদ প্রকাশের পর আতঙ্ক ছড়িয়ে পরেড় পুরো উপজেলা জুড়ে।

সোমবার দুপুরে এই দুশ্চিন্তার অবসান ঘটিয়ে প্রথম ধাপে মুরাদনগর উপজেলা করোনার সংক্রমন থেকে বেঁচে যাওয়ার সুসংবাদ দেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা।মুরাদনগর উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ নাজমুল আলম বলেন, জ্বর সর্দি-কাশি থাকায় গত বৃহস্পতিবারে ২ জনের নমুনা সংগ্রহ করে ঢাকায় জনস্বাস্থ্য ইনস্টিটিউটে পাঠিয়েছিলাম। সোমবার দুপুরে জনস্বাস্থ্য ইনস্টিটিউটের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয় নমুনা পরিক্ষা শেষে ওই দু’জনের করোনা সংক্রমনের কোন আলামত পাওয়া যায়নি।

FacebookTwitterEmailShare
Exit mobile version