Site icon দৈনিক আজকের মেঘনা

কুমিল্লার দাউদকান্দিতে ভাস্কর্য ভাঙার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ।

বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সবুরের নির্দেশে কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙার প্রতিবাদে আজ সোমবার দুপুরে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে উত্তর জেলা আওয়ামী লীগের কার্যালয়ের কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি খন্দকার শাহজাহানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সহ- সভাপতি সালেহ মোহাম্মদ টুটুল তিনি বলেন, জাতির পিতার প্রতিকৃতি প্রদর্শন ও সংরক্ষণ সাংবিধানিক ভাবেই বিধিবদ্ধ বিষয়। তাই বঙ্গবন্ধুর ভাস্কর্যের অবমাননা প্রকারান্তরে সংবিধানের অবমাননা। দেশের লাখ লাখ সাধারণ মানুষ ও কর্মী আজ ক্ষুব্ধ। তাদের হৃদয়ের আবেগ অনুধাবন করি। আওয়ামী লীগ গায়ে পড়ে আক্রমণ করে না, তবে আক্রমণের শিকার হলে প্রতিরোধ গড়ে তুলতে এক বিন্দুও পিছপা হয় না। উগ্রবাদী গোষ্ঠীকে হুঁশিয়ার করে দিয়ে বলেন, অনেক হয়েছে, এবার থামুন। বঙ্গবন্ধু মানে এদেশের অস্তিত্ব, স্বাধীনতা,বঙ্গবন্ধু মানে দেশ এবং সংবিধান, বঙ্গবন্ধুর ভাস্কর্যের অবমাননা মানে দেশের মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধের চেতনাকে আক্রান্ত করা। আরও বক্তব্য রাখেন, কুৃমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বশিরুল আলম মিয়াজী,সাংস্কৃতিক সম্পাদক পারুল আক্তার,সদস্য জাকির নেওয়াজ সোহেল,সাবেক জিএস সুমন সরকার ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক বিল্লাল মজুমদারসহ আরো অনকে।

FacebookTwitterEmailShare
Exit mobile version