চট্টগ্রাম ইপিজেডে পলি ও কার্টন কারখানায় ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিস ও নৌবাহিনীর সদস্যদের দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিস জানায়, বৃহস্পতিবার (২৩ মে) সন্ধ্যার দিকে হঠাৎ ইউনিটি এক্সেসরিজ নামে একটি পলি ও কার্টন কারখানার পাঁচ তলায় আগুন আগে। মুহূর্তেই আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পরে তাদের সঙ্গে যোগ দেয় নৌবাহিনীর সদস্যরাও। অগ্নিকাণ্ডের সময় কারখানার ভেতরে কোনো শ্রমিক ছিল না বলে দাবি কারখানা কর্তৃপক্ষের।সূত্রে: সময় টিভি