গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ভট্টাচার্য্যকান্দি গ্রামে
মাদ্রাসা তৈরিতে স্থানীয় প্রভাবশালীর বাধার প্রতিবাদে
মানববন্ধন করেছে এলাকাবাসী। বুধবার বেলা ১২টায় স্থানীয়
ভট্টাচার্য্য গ্রামের মাদ্রাসা সংলগ্ন রাস্তায় দাঁড়িয়ে
ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, পৈতিকসূত্রে প্রাপ্ত আবু বক্কর সিদ্দিক
গংদের ভট্টাচার্য্যকান্দি মৌজার বিআরএস দাগ নং ২৫১ এর
৩০শতক জায়গা মাদ্রাসা করার জন্য গত বছরের নভেম্বরে দান
করেছেন। ওই ৩০ শতক জমি দাতাদের পূর্বপুরুষের নামে আরএস ও
এসএ রেকর্ড রয়েছে। গতকাল ওই স্থানে মাদ্রাসা ঘর নিমার্ণের
জন্য মাটি ভরাট করতে গেলে ওই এলাকার প্রভাবশালী খোরশেদ শেখ
বাধা দেন বলে জানান বক্তারা।