দুলাল বিশ্বাসগোপালগঞ্জ প্রতিনিধি ঃ গোপালগঞ্জ জেলা বিচার বিভাগের আয়োজনে ঝালকাঠিতে ২০০৫ সালের ১৪ নভেম্বর জঙ্গীগোষ্ঠির কাপুরুষোচিত বোমা হামলায় বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস এসোসিয়েশনের প্রয়াত সদস্য সিনিয়র সহকারী জজ জগন্নাথ পাঁড়ে ও শহীদ সোহেল আহম্মদ-এর স্মৃতির উদ্দেশ্যে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বিকাল সাড়ে চার টায় গোপালগঞ্জ জেলা জজ আদালত ভবনের সম্মেলন কক্ষে গোপালগঞ্জ জেলা ও দায়রা জজ অমিত কুমার দে-এর সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণ সভা ও দোয়া মাহফিলে বক্তব্য রাখেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-এর জেলা জজ মোঃ আতোয়ার রহমান, অতিরিক্ত জেলা জজ মোঃ আসাদুল্লাহ, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ সাহাদাত হোসেন ভ‚ইয়া, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের প্রশাসনিক কর্মকর্তা মোঃ জাকির হোসেন মোল্যা। এ সময় আরো উপস্থিত ছিলেন ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল এর বিচারক (যুগ্ম জেলা জজ) মোঃ ইউসুফ হোসেন, যুগ্ম জেলা জজ (১ম আদালত) মোঃ জাকির হোসেন টিপু, অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ নাছির উদ্দিন, সিনিয়র সহকারী জজ এইচ.এম. কবির হোসেন, জেলা লিগ্যাল এইড অফিসার (সিনিয়র সহকারী জজ) মোঃ নিয়াজ মাহমুদ, সহকারী জজ ফারহানা ইয়াসমিন, মোঃ মোশাররফ হোসেন (মুকসুদপুর), মোঃ মহিদুল হাসান (কাশিয়ানী), মোঃ নাজমুল কবির (টুঙ্গিপাড়া), সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কাঞ্চনন কুমার কুন্ডু, বীণা দাশ,
মোঃ হাসিবুল হাসান, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট অমিত কুমার বিশ্বাস, মোঃ শরীফুর রহমান, তানিয়া সুলতানা লিপি, জেলা ও দায়রা জজ আদাতের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রাহিদ আলী শেখ, নাজির জাকির হোসেন উকিল, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নাজির মোঃ মনির হোসেন মোল্যা সহ জেলা জজশীপ ও জেলা ম্যাজিস্ট্রেসি বিভাগে কর্মরত অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। স্মরণ সভা শেষে গোপালগঞ্জ ব্যাংক পাড়াস্থ খন্দকার জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মোঃ তানভীর হোসেন-এর পরিচালনায় বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস এসোসিয়েশনের প্রয়াত সদস্য সিনিয়র সহকারী জজ জগন্নাথ পাঁড়ে ও শহীদ সোহেল আহম্মদ-এর রূহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।