গোপালগঞ্জ আইনজীবী সমিতি নির্বাচনে নাসির-জুলকদর পরিষদ নিরঙ্কুশ বিজয়
অর্জন করেছে। শনিবার সমিতি কার্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচিতরা হলেন, সভাপতি এড. আলহাজ্ব এম এম নাসির আহমেদ, সহ-
সভাপতি এড. মোঃ ফিরোজুর রহমান, সহ-সভাপতি এড.কে,এম, সফিকুল ইসলাম,
সম্পাদক এড. আলহাজ্ব জুলকদর রহমান, সহ-সম্পাদক এড. এস, এম,সামচুদ্দোহা
মোল্লা শান্ত, লাইব্রেরী সম্পাদক এড. মোঃ মতিয়ার রহমান, ধর্ম ক্রীড়া ও
সাংস্কৃতিক সম্পাদক এড. আবু হেনা মোস্তফা কামাল, সদস্য এড. মুন্সি
এনায়েত, এড. সৈয়দ বেল্লাল আলী, এড. প্রান্তকুমার দাস, এড.কাজী হাসান
রুমী ও এড. ইকবাল হোসেন।
নির্বাচিত অডিটররা হলেন, এড. মোঃ আমিনুর রহমান (মুনীর), এড.
কলিমুল্লাহ ও এড. সাইফুল ইসলাম।
প্রসঙ্গত, গোপালগঞ্জ আইনজীবী সমিতি নির্বাচনে দু’টি প্যানেল
প্রতিদ্ব›িদ্বতা করেন। প্রতিদ্ব›িদ্ব প্যানেল ছিল, মুরাদ-বাশার পরিষদ।