গোপালগঞ্জে সড়ক দূর্ঘটনায় অছিকুর রহমান (৩০) নামে এক
নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ সকালে ঢাকা-
গোপালগঞ্জ মহসড়কের মান্দারতলা পেট্রোল পাম্পের সামনে এ
দূর্ঘটনা ঘটে। নিহত অছিকুর রহমান টুঙ্গিপাড়া উপজেলার
পাটগাতী গ্রামের মঞ্জুর শেখের ছেলে। গোপালগঞ্জ সদর থানার
অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত
করে বলেন, সকালে কয়েকজন নির্মাণ শ্রমিক কাজের উদ্দেশ্যে থ্রী-
হুইলার (মাহেন্দ্র) যোগে টুঙ্গিপাড়া থেকে গোপালগঞ্জ আসে।
ঘটনাস্থলে গিয়ে অছিকুর গাড়ীর মধ্য থেকে মাথা বাইরে বের করে।
এসময় দ্রæতগামী একটি বাসের সঙ্গে মাথায় আঘাত খেয়ে
গুরুতর আহত হয়। পরে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল
হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত
ঘোষণা করেন।