দুলাল বিশ্বাস, গোপালগঞ্জ প্রতিনিধিঃ গোপালগঞ্জ সদর উপজেলার রঘুনাথপুর গ্রামের পশ্চিমপাড়া বড়বাড়ি থেকে নিখোঁজের দুই দিন পর পুকুরে ভাসমান অবস্থায় জয় বিশ্বাস (৭) নামে এক শিশু শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়। নিহত শিশু জয় বিশ্বাস ওই গ্রামের ধর্মেন্দ্র বিশ্বাসের ছেলে। সে কিশলয় বিদ্যা নিকেতন কেজি স্কুলের শিশু শ্রেনির ছাত্র ছিল। গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মনিরুল ইসলাম
জানান, বৃহস্পতিবার বিকেলে খেলতে বের হয় জয় বিশ্বাস। বাড়িতে ফিরে না আসায় বিভিন্ন স্থানে খোঁজ করেন স্বজনরা।
এ ঘটনায় সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেন ওই শিশুর পিতা। শনিবার সকালে বাড়ির পশ্চিম পাশের একটি পুকুরে ওই শিশুর মরদেহ ভাসতে দেখে এলাকাবাসী। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শিশুটিকে হত্যার পর মরদেহ পুকুরের মধ্যে ফেলা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর প্রকৃত ঘটনা জানা যাবে। তবে শিশুটিকে কে বা কারা এবং কি কারণে হত্যা করেছে তা এখনও জানা যায়নি। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ ছানোয়ার হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন ।