গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে যক্ষ্মারোগী সনাক্তকরণে করণীয় শীর্ষক আলোচনা সভা করেছে বাংলাদেশ জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতি (নাটাব)। বৃহস্পতিবার বেলা ১১টায় কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির সদস্যদের নিয়ে সমিতির সভাকক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এত প্রধান অতিথি হিসব উপস্থিত ছিলন, গাপালগঞ্জর সিভিল সার্জন ডাঃ তরুন মন্ডল। নাটাব গাপালগঞ্জ জলা কমিটির সভাপতি এ্যাডভাকট কাজী মজবাহ উদ্দিনর সভাপতিত্ব মত বিনিময় সভায় প্রধান আলাচক হিসব উপস্থিত ছিলন শখ সায়রা খাতুন মডিকল কলজর সহযাগী অধ্যাপক ডাঃ পরিমল সরকার।
টানা দুই সপ্তাহ বা তার অধিক সময় কারা কাশি হল তার কফ পরীক্ষার জন্য নিকট¯ ব²ব্যাধি ক্লিনিক, সদর হাসপাতাল অথবা উপজলা স্বাস্থ্য কমপ্লক্স পাঠানার পরামর্শ দন বক্তারা। নিয়মিত সঠিক মাত্রায় ও নির্দিষ্ট সময় পর্যÍ ঔষুধ সবনর মাধ্যম যক্ষ্মা সম্পূর্ণ ভালা হয় বলও জানান তারা।