দুলাল বিশ্বাস, গোপালগঞ্জ প্রতিনিধিঃ গোপালগঞ্জে ট্রলি চাপায় সদর উপজেলা খাদ্য পরিদর্শক মোল্লা
মনিরুজ্জামান (৫৮) নিহত হয়েছেন। তিনি সদর উপজেলার
চরমানিকদাহ পূর্বপাড়া গ্রামের মৃত চাঁদ মোল্লার ছেলে। শুক্রবার
সকাল ৭টার দিকে গোপালগঞ্জ শেখ কামাল স্টেডিয়ামের দক্ষিণপাশে
গোল চত্ত¡রে এ দূর্ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশসূত্রে জানাযায়, নিহত মনিরুজ্জামান সকালে
ঘুম থেকে উঠে শারীরিক ব্যায়ামের জন্য প্রতিদিনের ন্যায় শুক্রবারও
হাঁটতে বের হয়েছিলেন। সকাল ৭টার সময় ঘটনাস্থলে পৌঁছালে
পেছন দিক থেকে বেপরোয়া গতিতে এসে ইট বোঝাই ট্রলি
তাকে চাপা দেয়।
গুরুত্বর আহত অবস্থায় স্থানীয় লোকজন তাকে গোপালগঞ্জ ২৫০ শয্যা
বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানের কর্তব্যরত
চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ মোঃ মনিরুল ইসলাম
জানান, দূর্ঘটনায় জড়িত ঘাতক ট্রলি ও চালক মোঃ রফিকুল ইসলাম
(২০) কে আটক করা হয়েছে। নিহতের লাশ ময়না তদন্তের কাজ সম্পন্ন
হয়েছে। দাফনের পর পরিবারের পক্ষ থেকে নিয়মিত মামলা করার কথা
রয়েছে