গোপালগঞ্জ প্রতিনিধি: জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ গোপালগঞ্জ জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার দুপুরে গোপালগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে গোপালগঞ্জ জেলা জাসদের সভাপতি শেখ মাসুদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাসদ কেন্দ্রীয় কমিটির যুগ্ন-সাধারন সম্পাদক শওকত রায়হান। বিশেষ অতিথি ছিলেন, কেন্দ্রীয় কমিটির যুগ্ন-সাধারন সম্পাদক আফজাল হোসেন, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক শেখ বজলুর রশিদ, স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক স.ম. আব্দুল মালেক। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা জাসদের সাধারন সম্পাদক মো: সাইফুর রশিদ চৌধুরী।