গোপালগঞ্জ সদর উপজেলার রঘুনাথপুর পশ্চিমপাড়া এলাকায় কৃষকের মাছের
ঘেরে বিষ প্রয়োগ করেছে দুর্বৃত্তরা। ফলে ঘেরে পালিত চিংড়ি ও সাদা
জাতের মাছ মরে যায়। এতে প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।
ঘের মালিক হিটলার বিশ্বাস বলেন, সোমবার গভীর রাতে কে বা কারা
শত্রæতা করে আমাদের ঘেরে বিষ প্রয়োগ করে। সকালে ঘের পাড়ে গিয়ে
দেখি ঘেরে থাকা সমস্ত মাছ মরে ভেসে উঠেছে। ঘেরে পালিত পাবদা,
রুই, কাতলা ও গলদা জাতের চিংড়ি মরে ভেসে উঠে। এতে আনুমানিক ৫
লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানান হিটলার।
ক্ষতিগ্রস্থ ঘের মালিক অপরভাই সুরঞ্জন বিশ্বাস জানান, আমরা দুই ভাই
নিজেদের কষ্টার্জিত ও কিছু টাকা ঋণ করে ২ বিঘা জমিতে মাছ চাষ
করার জন্য ঘের করি। ঋণের টাকা পরিশোধের আগেই একদিকে বন্যায়
ক্ষতিগ্রস্থ হয়েছে, অপরদিকে দুর্বৃত্তরা বিষ প্রয়োগ করে মাছ চুরি
করে নিয়ে গেছে। এখন নিঃস্ব হয়ে পথে বসার উপক্রম হয়েছে। এরআগে
রঘুনাথপুর গ্রামে প্রচুর পরিমাণে চিংড়ি ও সাদা জাতের মাছ চাষ
হতো। দুর্বৃত্তদের বিষ প্রয়োগের মাধ্যমে মাছ চুরির ঘটনায়
ইতোপূর্বে গ্রামের অনেকেই চিংড়ি চাষের আগ্রহ হারিয়ে
ফেলেছে। দুর্বৃত্তদের বিষ প্রয়োগে মাছ চুরি বন্ধ করতে ও চিংড়ি চাষে
ঐতিহ্য ফিরিয়ে আনতে সংশ্লিষ্টদের সহযোগিতা চান ওই ঘের
মালিক।