গোপালগঞ্জ প্রতিনিধি: ২২-১১-১৯ ইং
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় গৃহবধু লিপি হত্যাকারিদের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। শুক্রবার সকাল ১১ টায় টুঙ্গিপাড়া উপজেলার চরকুশলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের সড়কে ঘন্টাব্যাপী এ মানববন্ধন পালন করেন তারা।
মানববন্ধন চলাকালে লিপির পিতা বাহার আলী শেখ বলেন, বছর দুই আগে আমার মেয়েকে বিয়ে দেই পার্শ্ববর্তী কুশলী বয়রাপাড়া গ্রামের সোবহান বিশ্বাসের ছেলে ইকবাল বিশ্বাসের সাথে। বিয়ের পরই যৌতুকের দাবিসহ নানা বাহানায় আমার মেয়েকে নির্যাতন করতে থাকে। ঘটনার দিন আগস্টের ১৩ তারিখে মেয়েকে কুরুচীপূর্ণভাবে গালিগালাজ ও মারপিঠ করে। নির্যাতন সহ্য করতে না পেরে একপর্যায়ে আমার মেয়ে লিপি বেগম গলায় দড়ি দিয়ে মারা যায়। মেয়েকে গলায় দড়ি নিতে প্ররোচনা দেয় ওই ইকবাল ও তার পরিবার। আমার মেয়েকে গলায় ফাঁস নিতে বাধ্য করানোর দায়ে ইকবাল বিশ্বাসের ফাঁসি চাই।
এ ঘটনায় লিপির বাবা বাহার আলী শেখ বাদী হয়ে গত ২০ আগষ্ট ইকবালসহ ৫ জনকে আসামী করে গোপালগঞ্জ আমলী আদালতে মামলা দায়ের করেন।