গোপালগঞ্জ সদর উপজেলার বোড়াশী উত্তর পাড়ার শ্রী
শ্রী হরিচাঁদ মন্দিরে অগ্নিসংযোগ এর ঘটনা
ঘটেছে। গতকাল শুক্রবার গভীর রাতে দুর্বৃত্তরা ওই
মন্দিরের ভিতরে আগুন ধরিয়ে দিলে সেখানে থাকা
ঢাক, ঢোল, কাপড়ের তৈরি নিশানাসহ বিভিন্ন
মালামাল পুড়ে যায়। খবর পেয়ে গোপালগঞ্জ সদর থানার
অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মনিরুল ইসলাম এবং
জেলা পূজা উদ্ধসঢ়;যাপন পরিষদের নেতৃবৃন্দ শনিবার
সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন।
ওই হরি-মন্দির কমিটির সাধারণ সম্পাদক স্বপন
বিশ্বাস বলেন, রাতের অন্ধকারে কে বা কারা মন্দিরের
ভিতরে আগুন ধরিয়ে দ্রæতই পালিয়ে যায়। সকালে
মন্দির খুলে ভিতরে প্রবেশ করে দেখি কিছু মালামাল
পুড়ে গেছে। এ ঘটনায় জড়িতদের খুঁজে বের করে
শাস্তির দাবি জানান তিনি।
গোপালগঞ্জ জেলা পূজা উদ্ধসঢ়;যাপন পরিষদের সভাপতি
ডা: অসিত কুমার মল্লিক বলেন, পরিকল্পিতভাবেই
সাম্প্রদায়িক সংঘর্ষের উসকানির জন্য এ
অগ্নিসংযোগের ঘটনা ঘটানো হয়েছে। এ
বিষয়ে তিনি তদন্তপূর্বক দুর্বৃত্তদের খুঁজে বের করে
আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।