গাপালগঞ্জ প্রতিনিধি,
গোপালগঞ্জর মুকসুদপুর উপজলার বাঁশবাড়ীয়া উজানী কাশালিয়া ইউনিয়ন উচ বিদ্যালয়ে ভূয়া সনদ নিয় গ্রাগারিক পদ নিয়াগর অভিযাগ উঠছ। অভিযাগ জানাযায়, ওই বিদ্যালয় গত ২৬ নভম্বর ২০১৬ তারিখ গ্রাগারিক পদ স্বপন কুমার বাস ক নিয়াগ দয়া হয়। নিয়াগ পাওয়া ওই গ্রাগারিকর অভিজ্ঞতার সনদপত্র ভূয়া বল অভিযাগ করন ওই বিদ্যালয়র অভিভাবক সদস্য মাঃ ফরিদ আহমদ তালুকদার। তিনি বলন, স্বপন কুমার বাস ২০১৬ সাল রয়ল ইউনির্ভাসিটি থক মাস্টার্স সাইন্স ইন লাইব্ররি ম্যানজম্যাট এন্ড ইনফরম্যাশনস্ সাইন্স সিজিপিএ (৩.৫৯) নম্বর পয় উত্তীর্ন হয়ছন। প্রকতপক্ষ তার এই সনদপত্র জাল। ওই গ্রাগারিক এই জাল সনদ দিয়ই ১৫ লক্ষ টাকার বিনিময় নিয়াগ প্রাপ্ত হন বল জানান ওই অভিভাবক সদস্য।
অভিযুক্ত স্বপন কুমার বাস মুঠাফান অভিযাগ অস্বীকার কর বলন, আমার কান কাগজপত্রই ভূয়া নয়।
বাঁশবাড়ীয়া উজানী কাশালিয়া ইউনিয়ন উচ বিদ্যালয়র প্রধান শিক্ষক সাম্মি আক্তার বলন, একই সময় আমিসহ গ্রাগারিক ও বিভিন পদ ৪ জনর নিয়াগ হয়। তার সার্টিফিকট জাল কিনা আমার জানা নই।
বিদ্যালয়র ম্যানজিং কমিটির সভাপতি মাঃ সিরাজুল হক বলন, স্বপন কুমার বাসর বিরুদ্ধ য অভিযাগ হয়ছ স বিষয় তদÍ চলছ। তদÍ ভূয়া প্রমাণিত হল ব্যবস্থা গ্রহণ করা হব।
জলা শিক্ষা অফিসার খায়রুল আনাম মাঃ আফতাবুর রহমান হলালী বলন, অভিযাগ পয় সরজমিন তদÍ গিয়ছি। রয়ল ইউনিভার্সিটিত প্রত্যয়ন পত্রর বিষয় চিঠি লিখবা। প্রত্যয়নপত্র ভূয়া প্রমাণিত হল আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হব।