গাজীপুর ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে নিয়ন্ত্রণ হারানো এক কভার্ড ভ্যান খাবার হোটেলে ঢুকে পড়লে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন এক শিশুসহ তিনজন। রোববার দুপুরে মহাসড়কের নাওজোর এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানান বাসন থানার ওসি আবু সিদ্দিক।
নিহত বিপুল মিয়া (২৫) স্থানীয় পোশাক কারখানার শ্রমিক এবং গাইবান্ধা সদর উপজেলার পূর্ব কামারনাই এলাকার মো. মোফাজ্জল হোসেনের ছেলে। আহতরা হলেন- দিনাজপুরের দক্ষিণ মহেশপুর এলাকার মোকসেদুর রহমানের ছেলে মো. জাহাঙ্গীর আলম (২৩), ঢাকার আশুলিয়া বেড়িবাধ এলাকার বাসিন্দা মো. শফিকুল ইসলাম (৩৪) ও হোটেলের মালিক আরফান মিয়ার তিন বছরের মেয়ে আয়শা।
ওসি আবু সিদ্দিক জানান, রোববার দুপুরে চৌরাস্তা বাজারের রাশেদ জেনারেল স্টোরের মালিকানাধীন একটি কভার্ড ভ্যান নাওজোর এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা আরেকটি ছোট কভার্ড ভ্যানকে ধাক্কা দেয়।
“এতে ছোট কভার্ড ভ্যানটি সামনের দিকে চলে গেলেও বড় কভার্ড ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে রোডের পাশে থাকা আয়শা খাবার হোটেলে ঢুকে যায়। সেখানে দুপুরের খাবার খেতে যাওয়া চারজনকে চাপা দেয় কভার্ডভ্যানটি।”
গুরুতর আহতাবস্থায় তাদের উদ্ধার করে শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে চিকিৎসক বিপুলকে মৃত ঘোষণা করেন এবং অন্যদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় পাঠান। তাদের মধ্যে জাহাঙ্গীর আলম এবং শফিকুল ইসলামকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং আয়েশাকে পঙ্গু মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান ওসি। কভার্ড ভ্যানটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।