গাজীপুরে এফবি ফুটওয়্যার জুতার কারখানায় ভয়াবহ আগুনের ঘটনায় নিখোঁজ নারী শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
রোববার (১১ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় গোলাপী আক্তার নামে ওই শ্রমিকের মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তে পাঠানো হয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিসের ঢাকা জোন কমান্ডার তানহারুল ইসলাম।
শনিবার বিকেলের ওই অগ্নিকাণ্ডে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট মধ্যরাতে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আনলেও এখনো ধ্বংসস্তূপ থেকে ধোঁয়ার কুণ্ডলী বের হচ্ছে। নিহত গোলাপী এই কারখানায় আউট সোল হেল্পার হিসেবে কাজ করতেন।