খাগড়াছড়িতে গাছকাটাকে কেন্দ্র করে গ্রামবাসী ও বিজিবি’র মধ্যে সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে এক বিজিবি সদস্যসহ ৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২ জন।
মঙ্গলবার (০৩ মার্চ) দুপুর ১২টার দিকে খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় এ ঘটনা ঘটে।গ্রামবাসীর অভিযোগ, বিজিবি আগে গুলি চালিয়েছে এবং গোলাগুলিতে চার জন নিহত হয়েছে।অপর দিকে বিজিবি’র দাবি, গ্রামবাসী গুলি চালিয়েছে এবং এ ঘটনায় বিজিবি’র এক সদস্য নিহত হয়েছেন।এ বিষয়ে মাটিরাঙ্গা উপজেলার অফিসার ইনচার্জ (ওসি) মো. শামসুদ্দিন জানান, আমরা দু’জনের মৃত্যুর খবর পেয়েছি। এর মধ্যে একজন বিজিবি’র সদস্য রয়েছেন।পরে আরো এক গ্রামবাসী নিহত হওয়ার খবর পাওয়া যায়।