গাইবান্ধায় ‘নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ’ বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ জুন) দুপুরে একশন এইড বাংলাদেশের সহায়তায় ও এসকেএস ফাউন্ডেশন ‘পাওয়ার প্রকল্প’র আয়োজনে স্থানীয় পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলার আইনজীবী, সুশীল সমাজের প্রতিনিধি ও নারী নেত্রীরা অংশগ্রহণ করে।
বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি আমাতুর নুর ছড়ার সভাপতিত্বে আলোচনা অংশ নেন পরিবেশ আন্দোলন গাইবান্ধার সভাপতি ওয়াজিউর রহমান রাফেল, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) নারী শাখার সম্পাদক সুপ্রিয়া ঘোষ, মহিলা পরিষদের সাধারণ সম্পাদক রিক্তু প্রসাদ ও আরো অনেকে।
উল্লেখ্য, পাওয়ার প্রকল্প গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার ফজলুপুর, কঞ্চিপাড়া, উদাখালী, উড়িয়া ও গজারিয়া ইউনিয়নে নারী অধিকার, টেকসই কৃষি চর্চা, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ ও নারীদের অমূল্যায়িত সেবামূলক কাজের স্বীকৃতির জন্য কাজ করে যাচ্ছে।
পাওয়ার প্রকল্পের নারী ফেডারেশন নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কার্যকরী ভূমিকা পালন করছে। নারী ফেডারেশন একাধিক নারী নির্যাতন প্রতিরোধে দৃষ্টান্ত স্থাপন করেছে। উল্লেখযোগ্য কয়েকটি ধর্ষণ মামলায় আইনি লড়াই চালিয়ে যাচ্ছে। সূত্র: সময় টিভি