প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৪, ২০২৪, ১:৩৫ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ২৫, ২০২১, ১২:০৫ এ.এম
‘গহরপুর ছাত্রকল্যাণ পরিষদ’র উদ্যোগে শিক্ষার্থীদের শীতবস্ত্র উপহার।
বালাগঞ্জ উপজেলার স্বেচ্ছাসেবী, সামাজিক সংগঠন ‘গহরপুর ছাত্রকল্যাণ পরিষদ’র পক্ষ থেকে দেওয়ান বাজার ইউনিয়নের স্কুল, কলেজ ও মাদরাসা শিক্ষার্থীদের শীতবস্ত্র উপহার প্রদান করা হয়েছে। গতকাল শনিবার সকাল ১১টায় ঐতিহ্যবাহী দেওয়ান আব্দুর রহিম হাইস্কুল এন্ড কলেজ মিলনায়তনে এক অনুষ্ঠানে এসব শীতবস্ত্র উপহার প্রদান করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন দেওয়ান আব্দুর রহিম হাইস্কুল এন্ড কলেজের অবসরপ্রাপ্ত ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল মুনিম। ‘গহরপুর ছাত্রকল্যাণ পরিষদ’র সভাপতি ইব্রাহিম ফরহাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস রিপনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন দেওয়ান আব্দুর রহিম হাইস্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক খলিলুর রহমান, হযরত শাহ সুলতান (রহ.) মহিলা মাদরাসার নায়েবে মুহতামিম মাওলানা নোমানুল হক চৌধুরী, আল-ফালাহ একাডেমি দাখিল মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল মুহাম্মদ মিজানুর রহমান, সফট এনালাইজার’র চেয়ারম্যান আসাদুজ্জামান শাফি, গহরপুর আব্দুল মতিন মহিলা একাডেমি পরিচালনা কমিটির সভাপতি গোলাম মোস্তফা, বালাগঞ্জ ট্যুরিস্ট ক্লাবের সভাপতি মুহাম্মদ ছালিকুর রহমান, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. জিল্লুর রহমান জিলু, গহরপুর ছাত্রকল্যাণ পরিষদের সহ-সভাপতি আব্দুল মুহাইমিন, সহ-সাধারণ সম্পাদক মাইজুর রশিদ মাহিন, সাংগঠনিক সম্পাদক সুজেল আহমদ, অর্থ সম্পাদক ওমর হোসেন জামিল, প্রচার সম্পাদক শিহাবুল ইসলাম অনিক, দপ্তর সম্পাদক আব্দুল বাছিত, সমাজকল্যাণ সম্পাদক মোশারফ হোসেন কামরান, প্রকাশনা ও সাহিত্য সম্পাদক হাফিজ আব্দুল জলিল, নির্বাহী সদস্য ফয়েজ আলম রাব্বি, এস আই জামিল, ফায়েজুস সালেহিন রিফাত ও ইসহাক আহমদ প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন জামিয়া ইসলামিয়া হোসাইনিয়া গহরপুর মাদরাসার শিক্ষার্থী হাফিজ মাহবুব আহমদ। এছাড়া অনুষ্ঠানের প্রধান অতিথিকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে জামিয়া ইসলামিয়া হোসাইনিয়া গহরপুর, দেওয়ান আব্দুর রহিম হাইস্কুল এন্ড কলেজ, হযরত শাহ সুলতান (রহ.) মহিলা মাদরাসা, ছমিরুন্নেছা উচ্চ বিদ্যালয়, গহরপুর আব্দুল মতিন মহিলা একাডেমি, হযরত শাহ জামাল (রহ.) দারুস সুন্নাহ মাদরাসা, আল-ফালাহ একাডেমি দাখিল মাদরাসা ও কুবেরাইল খাদিমুল ইসলাম মোহাম্মদিয়া মাদরাসার ১শ ২০জন শিক্ষার্থীকে শীতবস্ত্র উপহার প্রদান করা হয়।
dainikajkermeghna.com