সারা দেশের ন্যায় কুমিল্লা মেঘনা উপজেলায় গনতন্ত্রের বিজয় দিবস পালিত হয় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়েই। ৩০-১২-২০২০ ইং বিকাল ৩.০০ ঘটিকায় মেঘনা উপজেলা বাস কাউন্টার এর সামনে মেঘনা উপজেলা আওয়ামী অঙ্গসংগঠনের নেতাকর্মীদের আয়োজনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে কুমিল্লা ১ আসনের সাংসদ মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূঁইয়া উপস্থিত থাকার কথা থাকলেও বিশেষ কারণে আসতে পারেননি। প্রধান বক্তাঃ মোঃ আব্দুস সালাম, সাবেক সদস্য সচিব মেঘনা উপজেলা আওয়ামী লীগ, বিশেষ বক্তাঃ আব্দুল আল-বাকী শামীম। মজিবুর রহমান মজিব এর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেনঃ উপজেলা আওয়ামী মহিলা লীগ সভাপতি হালিমা রহমান, ভাওরখোলা ইউনিয়ন চেয়ারম্যান ফারুক সরকার আব্বাসী,উপজেলা যুবলীগের সদস্য সচিব গাজী দেলোয়ার হোসেন মাস্টার, ছাত্রলীগ সভাপতি আলামিন, ছাত্রলীগ সাধারণ সম্পাদক মহাসিন, আফজাল সরকার টিপু সুমন ভূঁইয়া, বাতেন খন্দকার , রফিকুল ইসলাম আখতার হোসেন প্রমুখ।