মুন্সিগঞ্জের গজারিয়ায় মেঘনা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ সেই শিশু রবিনের মৃতদেহ উদ্ধার…|| গজারিয়া মেঘনা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ রবিনের (৭) মৃতদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের তিনদিন পর (২৩ এপ্রিল) সকাল আনুমানিক সাড়ে ৯টার দিকে মেঘনা নদীর বসুরচর এলাকা থেকে ভাসমান অবস্থায় রবিনের মৃতদেহ উদ্ধার করে স্বজনরা। নিহত রবিন গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়নে চরবাউশিয়া বড়কান্দি গ্রামের দক্ষিণপাড়া মোঃ রুহুল আমিনের ছেলে স্বজনদের সুত্রে জানা যায়, রোববার (২১ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চরবাউশিয়া বড়কান্দি গ্রাম সংলগ্ন মেঘনা নদীতে রবিন গোসল করতে গিয়ে নদীতে ডুব দিয়ে আর ভেসে উঠেনি। পরে মেঘনা নদীর আশপাশ এলাকায় গজারিয়া ফায়ার সার্ভিস ও ডুবুরি দল উদ্ধার তল্লাশী চালিয়ে তার কোন সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজের তিনদিন পর উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নে বসুরচর গ্রাম সংলগ্ন মেঘনা নদীতে মৃতদেহ ভাসতে দেখে ওই গ্রামের লোকজন স্বজনদের খবর দেয়। পরে খবর পেয়ে নদী থেকে রবিনের মৃতদেহ উদ্ধার করা হয়। “মর্মান্তিক এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসছে”। দৈনিক আজকের মেঘনা,আখিঁ আক্তার