দৈনিক আজকের ডট কম,স্টাফ রিপোর্টার সজীব, গজারিয়ায় তিন মাসের বকেয়া বেতনের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে ওয়েলপ্যাক পলিমার লিমিটেড নামে একটি প্রতিষ্ঠানের শ্রমিকরা।
রোববার (৩০ জুন) বেলা ৩টার দিকে ওই
প্রতিষ্ঠানের ৩ শতাধিক শ্রমিক ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া অংশে বাউশিয়া নামক এলাকায় প্রায় আধা ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখে। এতে সড়কেটির দুই পাশেই প্রায় ছয় কিলোমিটার যানজট সৃষ্টি হয়।
পরে পুলিশের হস্তক্ষেপ ও মালিক পক্ষের আশ্বাসে প্রায় আধা ঘণ্টা পর শ্রমিকরা সড়ক থেকে সরে যায়।
আন্দোলনরত শ্রমিকরা জানান, গত মার্চ মাস থেকে বেতন পান না তারা। বেতন বোনাস ছাড়া তীব্র কষ্টে ঈদ পালন করলেও এখন তিন মাসের বেতন আটকে থাকায় রীতি মতো পরিবার নিয়ে পথে বসার উপক্রম তাই বাধ্য হয়ে তারা পথে নেমেছেন।
এদিকে প্রতিষ্ঠানটির মালিক ফরিদ আহমেদ মানিক স্থানীয় গণমাধ্যম কর্মীদের জানান, আর্থিক সমস্যার কারণে যথা সময়ে বেতন দিতে পারেনি। তবে আগামী মাসের ২০তারিখের মধ্যে শ্রমিকদের অন্তত দুই মাসের বেতন পরিশোধ করার আশ্বাস দেন তিনি।