গজারিয়ার থেকে মুন্সিগঞ্জে গজারিয়ায় একশ’ ক্যান আমদানী নিষিদ্ধ বিদেশী বিয়ারসহ হাওয়া বেগম( ৪৩) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে গজারিয়া থানা পুলিশ।
মঙ্গলবার (২৩ এপ্রিল) বেলা ৪টার দিকে
গজারিয়ার উপজেলার বাউশিয়া ইউনিয়নের চর বাউশিয়া বড়কান্দি গ্রাম থেকে ওই বিয়ারসহ তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত নারী মাদক ব্যবসায়ী হাওয়া বেগম উপজেলার বাউশিয়া ইউনিয়নের চর বাউশিয়া বড়কান্দি গ্রামের আক্ককাস আলীর স্ত্রী।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকাল ৪টার দিকে গজারিয়া থানার ওসি হারুন-অর রশিদের নিদের্শে এএসআই মো.আক্তার হোসেনের নেতুত্বে পুলিশের একটি টিম বাউশিয়া ইউনিয়নের চর বাউশিয়া বড়কান্দি এলাকায় নারী মাদক ব্যবসায়ী হাওয়া বেগমের বসত-বাড়ীতে অভিযান চালিয়ে একশ’ ক্যান আমদানী নিষিদ্ধ বিদেশী বিয়ারসহ হাওয়া বেগমকে আটক
আটক করা হয়।