সারাদেশ ন্যায় মুন্সীগঞ্জের গজারিয়ায় পি পি ই করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে কল্পে ( পার্সোনাল পর্টেক্স ইকুমেন্ট ) বিতরণ করেন, গজারিয়া উপজেলা সাবেক চেয়ারম্যান রেফাত উল্লাহ খাঁন (তোতা) বেলা ১১টা থেকে লক্ষীপুর গ্রাম থেকে সুরু করেন এই কার্যক্রম ছাড়া ও গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫০টি , গজারিয়া থানায় ১০ টি , প্রাইভেট ক্লিনিকে ১০ টি বিতরণ করেন, এ সময় সকলকে সচেতন হয়ে গরীব অসুহায় শ্রামজীবি মানুষের পাশে দাড়ানো সহ সরকারে কথা মেনে চলার অহবান জানান। এই সময় আরো় উপস্থিত ছিলেন গজারিয়া থানা ওসি মোঃ ইকবাল হোসেন, সার্বিক তত্ত্বাবধানে উপস্থিত ছিলেন সমাজসেবক ও হাজী কেরামত আলী উচ্চ বিদ্যালয়ের সভাপতি আজিম উদ্দিন ফরাজী , বাউশিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান প্রধান , উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন , ভবেরচর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ লোকমান হোসেন, গজারিয়া থানা ছাত্রলীগের সভাপতি সোলায়মান হোসেন ,মোঃ নূরুল ইসলাম মাষ্টার , উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সরোয়ার আহমেদ ফরাজি, সাবেক জেলা ছাত্রলীগের সহ-সভাপতি হাসান মাসুদ, সাবেক ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা হারুনুর রশিদ, গজারিয়া কলেজের সাবেক জিএস শাহিনখান, সাবেক ছাত্রলীগের নেতা আসিফ চৌধুরি অরেঞ্জ , ভবেরচর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ ফরিদ প্রমুখ।